ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজিয়া আলীমের মুক্তি দাবি মহিলা দলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, সেপ্টেম্বর ১২, ২০১৯
রাজিয়া আলীমের মুক্তি দাবি মহিলা দলের রাজিয়া আলীম। ফাইল ফটো

ঢাকা: মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রাজিয়া আলীমকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। তারা অবিলম্বে রাজিয়া আলীমের মুক্তি দাবি করেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক বিবৃতিতে তারা বলেন, প্রতিহিংসাপরায়ণ শাসকগোষ্ঠী বিরোধী দলকে দমনের জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে বেপরোয়া হয়ে উঠেছে। রাজিয়া আলীমও সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

আমরা তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজিয়া আলীমকে তার বাসা থেকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এমএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।