ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

তথ্য প্রতিমন্ত্রীর চাচার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৮, মে ২৯, ২০১৯
তথ্য প্রতিমন্ত্রীর চাচার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক তথ্য প্রতিমন্ত্রীর চাচার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা: তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের চাচা মো. মাহবুবুর রহমান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৮ মে) তথ্যমন্ত্রী এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন। তথ্যমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


 
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তথ্য প্রতিমন্ত্রীর চাচা মাহবুবুর রহমান তালুকদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, মে ২৯, ২০১৯
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।