ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

রাজনীতি

সিপিবির নেতা আবু জাফর আহমেদ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০২, মে ২৯, ২০১৯
সিপিবির নেতা আবু জাফর আহমেদ আর নেই সৈয়দ আবু জাফর আহমেদ

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বর্তমান প্রেসিডিয়াম সদস্য  এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। 

মঙ্গলবার (২৮ মে) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, বুধবার (২৯ মে) সকাল ১০টার দিকে পার্টি সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আবু জাফর আহমেদের মরদেহ সিপিবি কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নেওয়া হবে। এরপর সিপিবি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ তার জন্মস্থান মৌলভীবাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর তার দাফন করা হবে।  

এদিকে আবু জাফর আহমেদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, মে ২৯, ২০১৯
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।