ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৯, মে ৫, ২০১৯
ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন রোববার

ঢাকা: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন ডেকেছেন। রোববার (০৫ মে) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গণফোরামের কেন্দ্রীয় নেতা মোসতাক আহমেদ বাংলানিউজকে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন ড. কামাল। এছাড়া গত ২৬  এপ্রিল দলের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সে বিষয় নিয়েও কথা বলবেন দলের সভাপতি।
  
গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান দলের সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় তাকে যে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছিল সে বিষয়ে ড. কামাল হোসেন কিছু বলবেন কি না জানতে চাইলে মোসতাক আহমেদ বলেন, মোকাব্বিরখান এখনও নোটিশের জবাব দেননি। বিষয়টি নিয়ে কিছু বলবেন কি না তা জানি না।
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।