ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

রাজনীতি

২০ দলের বৈঠক সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, এপ্রিল ৭, ২০১৯
২০ দলের বৈঠক সোমবার জোটের লোগো

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

প্রধান সমন্বয়ক কর্নেল (অব.) অলি আহমদ ও সমন্বয়ক নজরুল ইসলাম খানসহ জোটের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন বলে বৈঠক সূত্রে জানা যায়।

 

জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বাংলানিউজকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।  

ইরান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০ দলীয় জোটের একটি বৈঠক হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এমএইচ/এএ                 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ