ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, ডিসেম্বর ১৫, ২০১৮
রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের চিঠি বঙ্গভবন/

ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ১৭ ডিসেম্বর  (সোমবার) ড. কামাল হোসেনে নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায় বলে চিঠি উল্লেখ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ১৩ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সাক্ষাৎ চেয়ে রাষ্ট্রপতি বরাবর একটি চিঠি দেন।

কিন্তু এখনও রাষ্ট্রপতির দফতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।