ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

ফরিদপুর ছাত্রদলের সভাপতি অনু, সম্পাদক কায়েস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৭, জুলাই ২০, ২০১৮
ফরিদপুর ছাত্রদলের সভাপতি অনু, সম্পাদক কায়েস

ফরিদপুর: ফরিদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সৈয়দ আদনান হোসেন অনুকে সভাপতি, তানজিমুল হাসান কায়েসকে সাধারণ সম্পাদক ও মোজাম্মেল হোসেন মিঠুকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (১৮ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন – সিনিয়র সহ-সভাপতি সৈকত হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমেদ তপু।



নব নির্বাচিত সভাপতি আদনান হোসেন অনু বাংলানিউজকে বলেন, আমরা ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করবো। পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় এজেন্টদের প্রশিক্ষণ দেবো এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।