ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

অস্তিত্ব টিকিয়ে রাখতেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, জুলাই ১৫, ২০১৮
অস্তিত্ব টিকিয়ে রাখতেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের জন্য যদি দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার কথা বলে থাকে তাহলে সেটা হবে বিএনপির জন্য মঙ্গলজনক। নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দলের অস্তিত্ব টিকে থাকে না। আর অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

রোববার (১৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নয়নের স্বার্থেই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনে সেখানকার মানুষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেবে।

ওইসব সিটিতে বিএনপির যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন তারা জনগণের কোন উন্নয়ন করতে পারেননি।

শহরের মুজিব সড়কস্থ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বিশেষ অতিথি ছিলেন গাজী আমজাদ হোসেন মিলন এমপি, পরিবার পরিকল্পনা বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক শফিকুল ইসলাম। এছাড়াও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন কাজী শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।