ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

হামলা করে পতন ঠেকানো যাবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৭, জুলাই ১৪, ২০১৮
হামলা করে পতন ঠেকানো যাবে না প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: বাংলানিউজ

ঢাকা: হামলা-মামলা করে পতন ঠেকাতে পারবে না সরকার। জনরোষে ও গণআন্দোলনের মুখে এই সরকারের পতন অনিবার্য।

শনিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এলডিপি সভাপতি, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।  

দুদু বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলীত করছে।

তারা মুক্তিযুদ্ধের ঘোষক, সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রীকে অন্যায়ভাবে কারাবন্দি করে রেখেছে। অন্যদিকে বীরবিক্রম উপাধি পাওয়া মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমেদকে হত্যার উদ্দেশে তার গাড়িবহরে হামলা করেছে।  

সাবেক এই ছাত্রনেতা বলেন, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনের স্বপ্ন দেখেন সেই নির্বাচন বাংলাদেশে হবে না। বাংলাদেশে নির্বাচন হতে হলে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সংসদ ভেঙে দিতে হবে। তারপর নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং খালেদা জিয়া আবার রাষ্ট্রপ্রধান হবে।

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টি (একাংশ) সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, ইসলামী ঐক্যজোট মহাসচিব অধ্যাপক আবদুল করিম, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব মো. নুরুল কবির ভুইয়া পিন্টু, এলডিপি প্রেসিডিয়াম সদস্য আবদুল করিম আব্বাসী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এমএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।