ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, জুলাই ৯, ২০১৮
ময়মনসিংহে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি পালিত প্রতীকী অনশন কর্মসূচিতে ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপি নেতারা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃর্শত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে প্রতীকী অনশন কর্মসূচি করেছে দক্ষিণ জেলা বিএনপি।

সোমবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরের নতুন বাজার দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, হেলাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম, লিটন আকন্দ, শেখ আজিজ, কোষাধ্যক্ষ রতন আকন্দ, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, দফতর সম্পাদক অ্যাডভোকেট এমএ হান্নান খান প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।