ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

অসুস্থ মেননকে দেখতে গেলেন কর্নেল অলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, জুলাই ৭, ২০১৮
অসুস্থ মেননকে দেখতে গেলেন কর্নেল অলি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননকে দেখতে স্কয়ার হাসপাতালে গিয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম। 

শনিবার (৭ জুলাই) দুপুরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান অলি আহমেদ। এসময় তিনি মেননের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন।

 

মন্ত্রীকে দেখতে অলি আহমেদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল সাতটার দিকে মিন্টো রোডে বাড়ির সামনে প্রাতঃভ্রমণ করতে বের হওয়ার পর পা পিছলে পড়ে যান সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে যায়। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮
এমএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।