ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২২, জুলাই ৫, ২০১৮
গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

রাজশাহী: রাজশাহী গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ আলীম মাদ্রাসায় গোপন বৈঠক চলাকালে জামায়াত শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (০৪ জুলাই) বিকেলে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (০৫ জুলাই) বেলা ১২টা ৩০ মিনিটে জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) আবদুর রাজ্জাক খান বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন জামায়াতে ইসলামীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের আমির আয়নাল হক (৫০), একই উপজেলার মাটিকাটা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম (৫৫), ঋষিকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি আসলাম হোসেন (৫০), পাকুরিয়া ইউনিয়নের জামায়াতকর্মী নোমান আলী (৪৫) ও গোদাগাড়ী পৌর এলাকার শিবিরকর্মী সাদিকুল ইসলাম (৩০)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) আবদুর রাজ্জাক খান বলেন, আটকের পর রাতভর তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সকালে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।  

দুপুরের মধ্যেই আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এসএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।