ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

ছাত্রদের উপর হামলা মানবাধিকার পরিপন্থি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, জুলাই ২, ২০১৮
ছাত্রদের উপর হামলা মানবাধিকার পরিপন্থি

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা, নির্যাতনের তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ছাত্রদের উপর নিষ্ঠুরতা, হামলা-নির্যাতন অপ্রত্যাশিত ও মানবাধিকার পরিপন্থি।

সোমবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, শনি-রবি ও সোমবারের ঘটনায় আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। সরকারিদলের ছাত্র সংগঠনের আচরণ আর পুলিশের গ্রেফতার দেখে মনে হচ্ছে দেশ আবারো একটি সংঘাতের দিকে ধাবিত হচ্ছে।

যার পরিণতি খুব বেশি শুভ হতে পারে না।

যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের সতর্ক করে বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তান। সুতরাং, তাদের উপর কোনো নিষ্ঠুরতা আমরা প্রত্যাশা করি না।

হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের জোর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।