ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

মুন্সিগঞ্জে ইয়াবাসহ আটক ৩ 

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৪, জুন ২৩, ২০১৮
মুন্সিগঞ্জে ইয়াবাসহ আটক ৩ 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে ইয়াবাসহ জেলা ছাত্রলীগ ও তরুণলীগের দুই নেতাসহ তিনজনকে আটক করেছে সদর থানা পুলিশ।   

তারা হলেন- ছাত্রলীগের সহ সভাপতি মো. মাকসুদ ও তরুণলীগ সভাপতি মৃদুল দেওয়ান ও মো. ফয়সাল।

শুক্রবার (২২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে সদরের যোগিনীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

ফয়সাল শহরের মালপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।  

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে মৃদুল দেওয়ান এবং তার দুই সহযোগী মাকসুদ ও ফয়সালকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও মাদক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।