ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৫, মার্চ ২২, ২০১৮
গাজীপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

গাজীপুর: ধর্ষণ চেষ্টার অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আশরাফি খোকনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার (২২ মার্চ) ভোরে তাকে কালীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।  

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, ভিকটিম কালীগঞ্জ থানায় ধর্ষণের চেষ্টা ও তথ্য প্রযুক্তি আইনে রেজাউল আশরাফি খোকনের বিরুদ্ধে মামলা করে।

পরে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। সকালে রেজাউলকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।