ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি ঘোষণা নব গঠিত কমিটির নেতাকর্মীরা/ ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাইদুল ইসলামকে সভাপতি ও মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নব গঠিত কমিটির সভাপতি সাইদুল ইসলাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা দৃঢ়তার সঙ্গে কাজ করবো। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে কাজ করে যেতে হবে।  

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ