ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

কেরানীগঞ্জে ৩ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
কেরানীগঞ্জে ৩ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে তিন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রুহিতপুর ও তারানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন মিনু, রুহিতপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. লিয়াকত খান ও যুবদল সদস্য রুমান শেখ।

 

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্‌ জামান বাংলানিউজকে বলেন, নাশকতার মামলায় ওই তিনজনকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।