ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

নাশকতার অভিযোগে হবিগঞ্জে গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৬, ফেব্রুয়ারি ১২, ২০১৮
নাশকতার অভিযোগে হবিগঞ্জে গ্রেফতার ২

হবিগঞ্জ: হবিগঞ্জে নাশকতার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলার শাখার সভাপতি আব্দুল মান্নান ও মিজানুর রহমান নামে এক জামায়াত নেতা গ্রেফতার হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ঈদগাহ এলাকা থেকে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বাংলানিউজকে জানান, খালেদা জিয়ার রায়ের দিন ভাঙচুরের ঘটনায় হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মান্নান।

এদিকে, হবিগঞ্জে পীরজাদা মিজানুর রহমান নামের এক জামায়াত নেতাকে অাটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।  

রোববার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে সদর উপজেলার পাইকপাড়া বাজারে অবস্থিত নিজস্ব মালিকানাধীন প্রতিষ্ঠান এমবি ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

মিজানুর রাঙ্গেরগাও গ্রামের মৃত মাওলানা ছাদউল্লা পীরের ছেলে এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা।

র‌্যাব ৯ সিলেট ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আফজাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৬০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ