ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৪, জানুয়ারি ২৭, ২০১৮
আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হবে বক্তব্য রাখছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান

মাদারীপুর: নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করেছে তাদের সকলের বিচার কাজ শুরু হবে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে মাদারীপুর সরকারি ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০১৩-২০১৪ সালে যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে তাদের বিচার কাজ শুরু হবে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা লুটতরাজ, ধর্ষণ-খুন করেছে, যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের বিচার যেমন হয়েছে তেমনি আন্দোলনের নামে গণহত্যাকারীদেরও বিচার হবে।

নৌমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সরকারের স্বপ্ন হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা। সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তাই প্রত্যেক বাবা-মাকে তার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সরকারি ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ