ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

ফেনী সার্কিট হাউজে খালেদা জিয়া 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, অক্টোবর ২৮, ২০১৭
ফেনী সার্কিট হাউজে খালেদা জিয়া  ফেনী সার্কিট হাউজে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়ছেন খালেদা

ফেনী: ফেনী সার্কিট হাউজে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে তিনি সার্কিট হাউজে পৌঁছান। 

এ সময় স্থানীয় বিএনপি নেতারা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। খালেদা জিয়াও সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

 

সার্কিট হাউজে আগে থেকেই অবস্থান করছেন বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, রেহানা আক্তার রানুসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ও তাদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশে গুলশান কার্যালয় থেকে রওয়ানা হন খালেদা জিয়া।  

তার গাড়িবহরে বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।