ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে ছাত্রদল নেতা শাকিল কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, অক্টোবর ৩, ২০১৭
ময়মনসিংহে ছাত্রদল নেতা শাকিল কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ দ্রুত বিচার আদালতের বিচারক মাসুদুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাকিলের মামলার আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক বাংলানিউজকে জানান, পুলিশের কাজে বাধাদানসহ দ্রুত বিচার আইনে দায়ের করা ৩টি মামলার আসামি শাকিল।

দুপুরে শাকিল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এমএএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।