ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

মুকসুদপুর পৌরসভার কাউন্সিলর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, জুলাই ১০, ২০১৭
মুকসুদপুর পৌরসভার কাউন্সিলর গ্রেফতার

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম আমিরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) সকালে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, ঢাকার মিরপুর থানায় ২০১৩ সালে বিশেষ ক্ষমতা আইনে শরিফুল ইসলাম আমিরকে আসামি করে মামলা দায়ের করা হয়।

সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সোমবার সকালে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

এছাড়া ওসি আরো জানান, তার নামে ঢাকা ও মুকসুদপুর থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও চুরি অভিযোগে মামলা রয়েছে। তিনি এতোদিন আত্মগোপনে ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।