ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

নন্দীগ্রামে বিএনপির প্রতিবাদ সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, মার্চ ১২, ২০১৭
নন্দীগ্রামে বিএনপির প্রতিবাদ সভা

বগুড়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা করা হয়েছে।

রোববার (১২ মার্চ) সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়।
 
পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ওসমান গণি মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না।


 
এছাড়া বক্তব্য রাখেন, বিএনপি নেতা লুৎফর রহমান, ফিল্লুর রহমান, আব্দুল হাই ঠান্ডু, হাবিবুর রহমান মাস্টার, মোফাজ্জল হোসেন, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা জাকারিয়া লিটন, শ্রমিকদল নেতা সামছুর রহমান, উপজেলা বন্ধুদলের সভাপতি আব্দুর রহমান উজ্জল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।