ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

তারেকের কারাবন্দি দিবসে বগুড়ায় যুবদলের আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, মার্চ ১২, ২০১৭
তারেকের কারাবন্দি দিবসে বগুড়ায় যুবদলের আলোচনা তারেকের কারাবন্দি দিবসে বগুড়ায় যুবদলের আলোচনা। ছবি: বাংলানিউজ

বগুড়া: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ১১তম কারাবন্দি দিবসে বগুড়ায় যুবদলের উদ্যোগে আলোচনা সভা হয়েছে।

রোববার (১২মার্চ) বিকেলে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ার বলেন, কোনো কারাগারে তারেক রহমানকে কারারূদ্ধ করে রাখা সম্ভব নয়।

মিথ্যা সাজানো মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। এটা আওয়ামী লীগের সরকারের মতিভ্রম থেকে তৈরি।
 
সভায় সদর থানা যুবদলের সভাপতি রাফিউল ইসলাম রুবেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সান্টু, যুবদল নেতা জহুরুল ইসলাম ফুয়াদ, আলাল মোল্লা, হিটলু, মহররম হোসেন টফিন, সুরুজ, মনোয়ার হোসেন হিরা, আব্দুল হান্নান, আব্দুল জলিল, শামীম, আব্দুল বারী, এনামুল হক মানিক, সেলিম বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এমবিএইচ/আরআইএস/‌এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ