ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

সুন্দরগঞ্জ উপনির্বাচন, আ’লীগ প্রার্থীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪১, মার্চ ১২, ২০১৭
সুন্দরগঞ্জ উপনির্বাচন, আ’লীগ প্রার্থীর জরিমানা

গাইবান্ধা: নির্বাচনী পোস্টারে মূদ্রণজনিত ত্রুটির কারণে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল আলম এ জরিমানা আদায় করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদের নির্বাচনী পোস্টারে মূদ্রণজনিত ত্রুটি (তারিখ উল্লেখ না থাকা) থাকায় তার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর আততায়ীর গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন মারা যাওয়া আসনটি শূন্য হয়। ২২ মার্চ এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ