ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

জয়পুরহাট জেলা বিএনপি’র কার্যালয়ে আগুনের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, মার্চ ১১, ২০১৭
জয়পুরহাট জেলা বিএনপি’র কার্যালয়ে আগুনের ঘটনায় মামলা

জয়পুরহাট: জয়পুরহাটে জেলা বিএনপি’র বিএনপি’র কার্যালয়ে আগুনের ঘটনায় সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ফয়সাল আলীমসহ ১৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন মামলা দায়েরের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ওসি ফরিদ হোসেন বাংলানিউজকে জানান, জয়পুরহাট জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরে মওলা পলাশ বাদী হয়ে শনিবার সকালে এ মামলাটি দায়ের করেন।

এ মামলায় অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

সদ্য ঘোষিত জয়পুরহাট জেলা বিএনপি’র নতুন কমিটি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার (০৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিএনপি’র একটি অংশ স্টেশন রোডে জেলা বিএনপি’র কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এ ঘটানার প্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ