ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

জরুরি সংব‍াদ সম্মেলন ডেকেছেন ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
জরুরি সংব‍াদ সম্মেলন ডেকেছেন ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

ঢাকা: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।  তিনি জানিয়েছেন, গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে কথা বলবেন মির্জা ফখরুল।



বৃহস্পতিবার বিকেলে দু’দফায় গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। প্রথম দফায় মার্চ থেকে এবং দ্বিতীয় দফায় জুন থেকে এ দাম বৃদ্ধি কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজেড/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ