ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

বেলকুচিতে আ’ লীগ নেতা হত্যা

৩১ বিএনপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, ফেব্রুয়ারি ২২, ২০১৭
৩১ বিএনপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস হত্যা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় বেলকুচি উপজেলা বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ অভিযোগ গঠন করেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল আলম এ তথ্য জানিয়েছেন।

অভিযুক্তদের মধ্যে বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৫ মে বেলকুচির দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার গাড়িবহরটি বেলকুচির মুকুন্দগাতী এলাকায় এলে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় নিহত হন আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস।

ওই দিনগত রাতে বেলকুচি থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদী হয়ে বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর ২০১৩ সালের ১৩ জুন ৩১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
বুধবার আসামিদের উপস্থিতিতে বিচারক এ অভিযোগ গঠন করেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ