ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

সুনামগঞ্জ: সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ারকে সুনামগঞ্জ শহরের ষোলঘর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

মাহমুদুর রহমানের বিরুদ্ধে নাশকতাসহ ৪০টি জিআর মামলা রয়েছে।

ওয়ারেন্টভুক্ত আসামি মাহমুদুর এতোদিন পলাতক ছিলেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল গ্রামের আব্দুর রউফের ছেলে।  

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।