ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন ২২ মার্চ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৩, ফেব্রুয়ারি ৫, ২০১৭
গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন ২২ মার্চ

ঢাকা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচন আগামী ২২ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ সংক্রান্ত তফসিল প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

মনোনয়ন দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি, বাছাই ২২ ফেব্রুয়ারি আর প্রত্যাহারের শেষ দিন মার্চ ১।

রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর।

গত ৩১ ডিসেম্বর ওই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনকে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ; ইতোমধ্যে বেশ কয়েকজন জামায়াত নেতাকর্মী হত্যা মামলায় আটক আছেন; তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।