ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

কাজীপুরে মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বহিস্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, ডিসেম্বর ১৭, ২০১৬
কাজীপুরে মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বহিস্কার সিরাজগঞ্জ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুই পারভীনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সিরাজগঞ্জ: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুই পারভীনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বাংলানিউজকে জানান, জুই পারভীন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে এক নম্বর ওয়ার্ডের সদস্য পদে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এ কারণে শনিবার দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুইর সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাতেই বহিষ্কার পত্রটি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ বরাবর পাঠানো হয়েছে বলেও জানান সেলিনা বেগম।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ