ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

রাজনীতি

চৌগাছায় উপ নির্বাচনে সহিংসতায় আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, অক্টোবর ৩১, ২০১৬
চৌগাছায় উপ নির্বাচনে সহিংসতায় আহত ৭

যশোর: যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একটি কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার রাণীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-নরহরি, অনুকূল, বিধান ও সাধনসহ সাতজন। তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাণীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, নির্বাচনে প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় সাতজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় তিনজনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ইউজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।