ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

‘আমার চ্যালেঞ্জ শৃঙ্খলা ফি‌রিয়ে আনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, অক্টোবর ২৭, ২০১৬
‘আমার চ্যালেঞ্জ শৃঙ্খলা ফি‌রিয়ে আনা’

ঢাকা: সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দেখতে গিয়ে আওয়ামী লীগকেও দেখতে হবে। দুটোর অ্যাডভানটেজ আমার আছে।

তি‌নি বলেন, আওয়ামী লী‌গের কাছে যেতে হলে সড়ক দিয়ে যেতে হবে। দুই ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ হচ্ছে শৃঙ্খলা ফি‌রিয়ে আনা।

বৃহস্প‌তিবার (২৭ অক্টোবর) বিকেলে বিআর‌টিএ অফিস মিরপুরে ভে‌হিক্যাল ইন্সপেকশন সেন্টারের (ভিআ‌ই‌সি) কার্যক্রম উদ্বোধন শেষে বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এরকম আরও অন্তত ৫টি সেন্টার করতে হবে। তাহলেই সড়কে নিরাপত্তা জোরদার হবে।

স্থানীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, এখানে যেন দালালদের আস্তানা গড়ে না ওঠে। আপনারা আমাকে লেট ডাউন করবেন না।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ