ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

তালায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, অক্টোবর ২৪, ২০১৬
তালায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ২

তালা (সাতক্ষীরা): মাদক সেবন ও বহনের দায়ে তালা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহবুবুর রহমান গাজী (৩৬) ও স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল ইসলামকে (৩২) আটক করেছে ডিবি (গোয়েন্দ) পুলিশ।

রোববার (২৪ অক্টোবর) দিন রাতে সীমান্ত এলাকা থেকে তালায় আসার পথে সাতক্ষীরার তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছে থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাহবুবুর রহমান তালার জেয়ালা নলতা গ্রামের আজিমুদ্দীন গাজীর ছেলে ও কামরুল ইসলাম বারুইহাটি গ্রামের আনছার সরদারের ছেলে।

সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশেমী বাংলানিউজকে জানান, ফেনসিডিল সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এ ব্যাপারে সোমবার দুপুরে মাদক মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।