ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে জেএমবি সদস্যসহ গ্রেফতার ৯৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, জুন ১৫, ২০১৬
রাজশাহীতে জেএমবি সদস্যসহ গ্রেফতার ৯৮

রাজশাহী: রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক জেএমবি সদস্যসহ ৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (১৫ জুন) সকাল পর্যন্ত জেলার ১৩টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এবং রাজশাহীর পুলিশ সুপার (এসপি) নিসারুল আরিফ ।

তারা জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অনেকেই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসএস/এসআরএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ