ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

মাগুরা জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, জুন ৯, ২০১৬
মাগুরা জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ২

মাগুরা: মাগুরা সদর উপজেলা শত্রুজিতপুর এলাকা থেকে জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস ও তার সহযোগী সুয়াইবকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বাংলানিউজকে জানান, গোপন বৈঠকের জন্য দুপুরে আলমগীর ও তার সহযোগী সুয়াইব শত্রুজিতপুর আম বাগান এলাকায় মিলিত হচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি আরো জানান, আলমগীরের বিরুদ্ধে থানায় নাশকতার অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ