ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

মুকসুদপুরে ২ ছাত্রদল নেতা কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, জুন ৮, ২০১৬
মুকসুদপুরে ২ ছাত্রদল নেতা কারাগারে

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ছাত্রদল সভাপতি কামরুজ্জামান স্বপন ও সহ-সভাপতি হাসান মিয়াকে ব্যালট বাক্স ছিনতাই মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (০৮ জুন) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ রায় দেন।


তাদের বাড়ি মুকসুদপুর পৌরসভার গোপিনাথপুর ও টেংরাখোলা এলাকায়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ‍বাংলানিউজকে জানান, গত ৭ মে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নে নির্বাচন শেষে একদল সন্ত্রাসী নির্বাচনী কাজে কর্মরতদের মারধর করে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। ওই ঘটনায় এ দু’জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, এর আগে মঙ্গলবার (০৭ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়।   দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ