ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

জাবি ছাত্রলীগ নেতা সুমনকে বাঁচাতে এগিয়ে আসুন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, জুন ৬, ২০১৬
জাবি ছাত্রলীগ নেতা সুমনকে বাঁচাতে এগিয়ে আসুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সুমন মরণব্যাধি অ্যাকিউট মাইক্লোব্লাস্টিক লিউকোমিয়ায় (ব্লাড ক্যান্সার) আক্রান্ত হয়ে কলকাতার টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ষাট লাখ টাকা।

 

গত ২৩ এপ্রিল ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার শরীরে এ মরণব্যাধির উপস্থিতি ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ভারতে। তার চিকিৎসার জন্য ইতোমধ্যে ব্যয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। এখনো প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। যা তার বাবা মো. লকিয়াতুল্লাহর স্বল্প আয় দিয়ে যা মেটানো সম্ভব নয়।

তাই তিনি সাহায্য চেয়েছেন সমাজের বিত্তবানদের কাছে। বিকাশ অ্যাকাউন্ট নম্বর- ০১৯২৪৯১১৪৯০ অথবা সুমনের ছোট ভাই রাসেল আহমেদের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর- ১৩৭.১০১.৭৪৭৭৮, সাভার ব্রাঞ্চ, ঢাকা এর মাধ্যমে তাকে সাহায্য পাঠানো যাবে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
ওএইচ/অারআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ