ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

গফরগাঁওয়ে দু’ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, জুন ৫, ২০১৬
গফরগাঁওয়ে দু’ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ: সংঘর্ষের একজন নিহতের ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

প্রার্থীরা হলেন- মোশারফ হোসেন (মোরগ) এবং প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল করিম (তালাচাবি )।

রোববার (০৫ জুন) সকালে এ হত্যা মামলা দায়ের করেন ভোট কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং কর্মকর্তা মো. শামছুল আলম। এ মামলায় অজ্ঞাত আরও দু’শ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এদিকে, ওই ঘটনায় গ্রেফতার মাশারফ হোসেনকে দুপুরে ময়মনসিংহ আদালতে হাজির করে পুলিশ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে গ্রেফতার মোশাররফ হোসেনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময় ২১৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এমএএএম/আরআইইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ