ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

আখাউড়ায় ৩৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৮, মে ৭, ২০১৬
আখাউড়ায় ৩৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ব্রাহ্মণবাড়িয়া: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে শনিবার (০৭ এপ্রিল) অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পাঁচ ইউনিয়নের ৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।

 

আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. বদর-উদ-দোজা ভূঁইয়া বাংলানিউজকে জানান, ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ বাংলানিউজকে জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এজন্য অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স থাকবে। তাছাড়া স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা এসব কেন্দ্রগুলোতে বিশেষ নজর রাখবেন।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এএনজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।