ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, এপ্রিল ২১, ২০১৬
সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে

বরগুনা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, চলমান পরিস্থিতিতে দেশ ও দেশের মানুষ বিপন্ন। মানুষ এ পরিস্থিতির পরিবর্তন চায়।

পরিবর্তন আনতে হলে সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তাই সবাই আসুন জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হই।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা টাউন হল চত্বরে আয়োজিত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি দেশে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বলেন, দেশের মানুষ বর্তমান নির্বাচন নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের একটাই স্লোগান-আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো।

এ সম্মেলনে সভাপতিত্ব করেন বরগুনা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাফরুল হাসান ফরহাদ। এতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজাহান মুনসুরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বি-বার্ষিক সম্মেলনে বরগুনা জেলা সভাপতি হিসেবে জাফরুল হাসান ফরহাদ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট লতিফ ফরাজির নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।