ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

হরতালের সমর্থনে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, এপ্রিল ২১, ২০১৬
হরতালের সমর্থনে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

গাইবান্ধা: তনু হত্যাসহ সারাদেশে সংগঠিত নারী-শিশু নির্যাতন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৫ এপ্রিল হরতালের সমর্থনে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে মিছিলটি জেলা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহরের ১নং ট্রাফিক মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি শামীম আরা মিনা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সম্পাদক রানু সরকার, সাংগঠনিক সম্পাদক তপন কুমার দেবনাথ প্রমুখ।  

বক্তারা বলেন, অবিলম্বে তনুসহ সারাদেশে সংগঠিত নারী-শিশু নির্যাতন বন্ধ করতে হবে। এছাড়া গত বছর বর্ষবরণে নারী লাঞ্ছনাকারীদের গ্রেফতার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ২৫ এপ্রিল হরতাল সফল করতে জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।