ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

রাজনীতি

বরিশালে ৭৪ ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বরিশালে ৭৪ ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

বরিশাল: প্রথম দফায় দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষদিনে বরিশালের ১০টি উপজেলার ৭৪টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্র চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।



এরআগে সকালে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রদান করেন জেলা কমিটির নেতারা।

এদিকে, দলীয় মনোনয়ন না পাওয়ায় অধিকাংশ ইউনিয়নেই আওয়ামী লীগ ও বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রথম দফায় বরিশাল সদর উপজেলার ১০টি, বানারীপাড়ায় ৮টি, উজিরপুরে ৭টি, আগৈলঝাড়ায় ৫টি, গৌরনদীতে ৭টি, বাবুগঞ্জে ৬টি, মেহেন্দীগঞ্জে ৮টি, হিজলায় ৪টি, মুলাদীতে ৬টি এবং বাকেরগঞ্জের ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।