ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ১৪ দল নেতাকর্মীরা

সিনিয়র করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ১৪ দল নেতাকর্মীরা ছবি: শাকিল/ বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া ও পাকিস্তান মিলিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন’  এমন অভিযোগে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করছে ১৪দলের নেতাকর্মীরা। এতে যোগ দিয়েছেন সমমনা রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও।


 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে শুরু হয়ে এ মানববন্ধন চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে সিনিয়র করেসপন্ডেন্ট আবু খালিদ জানান, এরইমধ্যে সেখানে নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা-কর্মীরা ছোট ছোট দলে মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দিতে শুরু করেছেন।
 
তিনি জানান, সুপ্রিম কোর্টের সামনের সড়ক থেকে সচিবালয়ের সামনে পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণের মহিলা আওয়ামী লীগ, বাড্ডা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
একে/টিএইচ/এমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ