ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি দেশকে ‘বাংলাস্তান’ বানাতে চায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বিএনপি দেশকে ‘বাংলাস্তান’ বানাতে চায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে বাংলাদেশকে পাক ধাঁচের ‘বাংলাস্তান’ বানাতে চায় বলে অভিযোগ করেছে ঐক্য ন্যাপ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াত নিষিদ্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এ অভিযোগ করা হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। একাত্তরের গণহত্যা ও বুদ্ধিজীবি হত্যাকে বিতর্কিত করার একটাই অর্থ বাংলাদেশকে পাক ধাঁচের বাংলাস্তান বানানো।

যুদ্ধাপরাধী রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াত ইসলামকে নিষিদ্ধ এবং দলটির সকল সংস্থার সম্পদ বাজেয়াপ্ত করার দাবিও জানান বক্তারা।  

এসময় সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ বিরোধী জাতীয় অভিযান জোরদার করার আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে মানবন্ধনে উপস্থিত ছিলেন- সভাপতি মণ্ডলীর সদস্য এস এম এ সবুর, আব্দুল মুনায়েম নেহেরু, সাধারণ সম্পাদক আলিজা হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এইচআর/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।