ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

কুলাউড়া আ.লীগের যুগ্ম সম্পাদক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, ফেব্রুয়ারি ৭, ২০১৬
কুলাউড়া আ.লীগের যুগ্ম সম্পাদক বহিষ্কার শফি আহমদ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফি আহমদ সলমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি ও সাধারণ সম্পাদক নেছার আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞাপ্তিতে বলা হয়, শফি আহমদ সলমানকে দলের সব পদ থেকে অব্যাহতি ও স্থায়ীভাবে বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরাবর চিঠি পাঠানো হয়েছে।  

গত ৫ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু বক্তব্য দিতে গেলে শফি আহমদ তাকে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।