ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

রাব্বীকে পুলিশি নির্যাতন আংশিক প্রমাণিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জানুয়ারি ২১, ২০১৬
রাব্বীকে পুলিশি নির্যাতন আংশিক প্রমাণিত মাহবুব-উল-আলম হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে অন্যায়ভাবে পুলিশ নির্যাতন করেছে তা আংশিক প্রমাণিত হয়েছে। উচ্চ আদালত পুলিশের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।



বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।
 
তিনি বলেন, একজন পুলিশের অপকর্মের দায়ভার পুরো বাহিনীর উপর বর্তাতে পারে না। একজনের অপকর্মের জন্য পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন হোক এটা আমরা চাই না। আমরা চাই সরকারের অধীনে জনগণ নিরাপদে থাক। আর আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে জনগণের  সেবা করা। আমরা তাদের কাছে সেটাই প্রত্যাশা করি।

হানিফ আরো বলেন, জনগণের উপর আস্থা নেই বলেই বিএনপি আজ বিদেশিদের দ্বারে-দ্বারে ঘুরছে। এতে লাভ হবে না। এদেশের সব ক্ষমতার মালিক জনগণ যদি না চায়, তবে বিএনপিকে কোনো বিদেশি ক্ষমতায় আনতে পারবে না।

পরে হানিফ স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতিবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।