ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

নাশকতার মামলায় বিএনপি নেতা জিল্লুর আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, জানুয়ারি ১৬, ২০১৬
নাশকতার মামলায় বিএনপি নেতা জিল্লুর আটক

আশুলিয়া (ঢাকা): নাশকতার কয়েকটি মামলায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।



পুলিশ সূত্র জানান, ২০১৫ সালের বিএনপির আন্দোলনে আশুলিয়ার বিভিন্ন এলাকায় গাড়ি পোড়ানোর অপরাধে তার বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করে পুলিশ। এত দিন সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশিচত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, আটক স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।