ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

গণতন্ত্র রক্ষার স্বার্থে পৌর নির্বাচনে অংশগ্রহণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, ডিসেম্বর ২৪, ২০১৫
গণতন্ত্র রক্ষার স্বার্থে পৌর নির্বাচনে অংশগ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিয়েছে। যদিও এখনও লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি।

তাই আন্দোলনের জন্য বিএনপির এ নির্বাচনে অংশগ্রহণ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুরে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর আগে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
 
মির্জা ফখরুল বলেন, যত চাপই আসুক নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বিএনপি। সরকার অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে। বিরোধী দলকে অযথা হয়রানি করছে। দলীয় প্রার্থী, কর্মী ও সমর্থক সুষ্ঠুভাবে ভোটের প্রচারণাও চালাতে পারছেন না বলে তিনি এ সময় অভিযোগ করেন।
 
পরে তিনি পৌরসভার বর্তমান মেয়র ও দলীয় প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারকে সঙ্গে নিয়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নীলফামারীর সদস্য সচিব শামসুজ্জামান জামান, সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিমসহ নেতাকর্মীরা।

এর আগে দুপুর সাড়ে ১২টায় মির্জা ফখরুল ইউএস বাংলার বিমানের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।