ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি নেতা মুরাদের মৃত্যুতে ফখরুলের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, ডিসেম্বর ২৪, ২০১৫
বিএনপি নেতা মুরাদের মৃত্যুতে ফখরুলের শোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুরাদ আলীর মৃত্যুকে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।



দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

মির্জা ফখরুল বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শণে বিশ্বাসী মরহুম মুরাদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একজন নিবেদিতপ্রাণ হিসেবে গোপালগঞ্জ জেলায় দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এছাড়াও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম মুরাদ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
বিএস /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।